Breaking News

কলকাতায় ফের ভয়াবহ আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুড়ে ছাই একের পর এক দোকান!ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুধবার সকালে কলকাতার বিবি গাঙ্গুলী স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চরম আতঙ্ক ছড়াল। একের পর এক প্লাইউড ও আসবাবপত্রের দোকান পুড়ে ছাই হয়ে যায়। উত্তুরে হাওয়ার দাপটে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পরপর দোকানে। ঘটনাস্থলে দমকলের অন্তত দশটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, সকাল প্রায় ১১টা নাগাদ দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা দোকান থেকে বেরিয়ে আসেন। তারপর তাঁরা দোকানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। দোকানে থাকা কাঠ এবং অন্যান্য সামগ্রীর কারণে আগুন তাড়াতাড়ি ভয়াবহ আকার নেয়।দোকানটি একটি বহুতলের নীচে অবস্থিত। তার পাশেই আরও দুটি দোকান থাকার কারণে আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশে ঘন লোকবসতি থাকার কারণে বহু আবাসনের বাসিন্দারা নিরাপত্তার কারণে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়দের দাবি যে, আগুন বহুতলের একটি অংশেও ছড়িয়ে পড়েছে।পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলে। ওই এলাকা যথেষ্ট ঘিঞ্জি। আশপাশে বহুতল আছে। এছাড়াও প্রচুর সংখ্যায় দোকানপাট আছে। ফলে আগুন আরও ছড়িয়ে পড়লে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে যাবে। তেমন আশঙ্কা করা হয়। আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে, সেই দিকে লক্ষ্য রাখেন দমকলকর্মীরা। পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। স্থানীয়দের নির্দিষ্ট দূরত্বে সরিয়ে দেওয়া হয়। কলকাতার ওই ব্যস্ত রাস্তায় যান চলাচলও সাময়িক বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে।দমকলের তরফে অনুমান, শটসার্কিট থেকে ওই আগুন লেগেছে। দোকানে আসবাব, কাঠের জিনিসপত্র, প্লাস্টিকের সরঞ্জাম, দাহ্যপদার্থ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে যায়। পাশের দুটি দোকানেও ওই আগুন লাগে। সেগুলিতেও একই জিনিসপত্র রয়েছে। ফলে আগুন ক্রমশ বড় আকার নিতে শুরু করে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ওইসব দোকানগুলির? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *