প্রসেনজিৎ ধর, কলকাতা :- বইমেলা কর্তৃপক্ষের আবেদনে সাড়া। এবার কলকাতার সেন্ট্রাল পার্কে তৈরি হবে বইতীর্থ। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১০ কোটি টাকা বইমেলা কর্তৃপক্ষকে দেওয়া হবে বলেও জানান। কীভাবে তৈরি হবে বইতীর্থ, তার প্রাথমিক নকশাও এঁকেছেন তিনি| নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে কবি জয় গোস্বামীকে শুনানি প্রক্রিয়ায় হাজিরা দেওয়ার প্রতিবাদ জানিয়ে মমতা এদিন বলেন, ‘আগে নিয়ম ছিল নির্বাচন কমিশন নয়, জনগণ নির্ধারণ করত কে আসবে, কে না আসবে। এখন কমিশন আগেই ঠিক করে দিচ্ছে কাকে নিয়ে আসবে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা নিয়ে সবাই প্রতিবাদ করবেন।’ প্রতি বছর নিজের লেখা বই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবারেও তার অন্যথা হয়নি। চলতি বছরের বইমেলায় ৯টি বই প্রকাশিত হবে বলে জানান মমতা। পাশপাশি ‘বইতীর্থ’ গড়ে তোলার জন্যে রাজ্য সরকার ১০ কোটি টাকা বিনিয়োগ করছে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।আজ বৃহস্পতিবার থেকে শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মুখ্যমন্ত্রীর হাত ধরেই এদিন মেলার উদ্বোধন হয়। সেই মঞ্চ থেকেই ফের এসআইআর ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”বাংলায় এসআইআর চলছে। ইতিমধ্যে ১১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের হয়রানির কথাটাও মনে রাখতে হবে। শুনানিতে পাঁচ-ছঘণ্টা করে লাইন দিতে হচ্ছে।”এই বিষয়ে কথা বলতে গিয়ে পদবীর গেরোয় যেভাবে মানুষকে যেভাবে হেনস্তা করা হচ্ছে তা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখেন, কেউ মুখার্জি বাংলায় মুখোপাধ্যায় লেখেন। খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে পাঁচটা ছেলে-মেয়ের একই বাবা-মা হয় কীভাবে?”পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের তরফে একটি ‘বইতীর্থ’ নির্মাণের আবেদন করা হয় মুখ্যমন্ত্রীর কাছে। আগামী বছর কলকাতা বইমেলা ৫০ বছরে পদার্পণ করবে। তার আগে এই ‘বইতীর্থ’ নির্মাণ করা হবে। এদিন মঞ্চ থেকেই মমতা জানান, বিষয়টি নিয়ে একটি অফিসিয়াল চিঠি (আবেদন পত্র) পাঠানোর কথা বলা হয়েছে গিল্ডকে। সরকারের তরফে এই ‘বইতীর্থ’ নির্মাণের জন্য মোট ১০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal