দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| আগামী ৩০ জানুয়ারি কলকাতায় পা রাখার কথা তাঁর। তবে এবারের সফরে কোনও জনসভা বা প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলে শোনা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, পুরো সফরটাই হবে সাংগঠনিক। আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু। ওই সময়ে পরীক্ষার্থীদের কথা ভেবে রাজনৈতিক প্রচার কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। মাইক বাজানো নিয়ে নিষেধাজ্ঞা জারি থাকে। সেসময় জনসভা করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। এসব বিষয়কে বিবেচনা করে মাধ্যমিক শুরুর সময়টায় বঙ্গ সফর চাইছেন না অমিত শাহ। তাই তাঁর নির্ধারিত সূচি এগিয়ে আনা হচ্ছে।রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ৩০ তারিখ রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরদিন, ৩১ জানুয়ারি তিনি চলে যাবেন উত্তরবঙ্গ। শিলিগুড়িতে বিজেপির যুব সম্মেলনে যোগ দেওয়ার কথা শাহের। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। তা এখনও চূড়ান্ত নয়। এবারও কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ভোটের রণকৌশল স্থির করবেন নাকি কোনও জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার সারবেন, সেদিকে নজর রাজ্য বিজেপির নেতা-কর্মীদের।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে এবার হাঁটতে পারেন অমিত শাহ। দলীয় সূত্রে ইঙ্গিত, কলকাতায় সাংগঠনিক বৈঠকের পর উত্তরবঙ্গ সফরে যেতে পারেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal