Breaking News

সরস্বতী পুজোয় কোপ!বইমেলার জন্য রবিবার ব্লু লাইনে চলবে বাড়তি মেট্রো

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বইমেলা ঘিরে বাড়ছে ভিড়, আর সেই কারণেই যাত্রীদের সুবিধার জন্য রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো | বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের দিনেই এই ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর দিনে ব্লু ও ইয়োলো, দুই লাইনে কম সংখ্যায় মেট্রো চলবে |বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বইমেলার জন্য ১ ফেব্রুয়ারি রবিবার ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। প্রতি রবিবারের মতোই দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে সকাল ৯টায় পরিষেবা শুরু হবে। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের শেষ মেট্রোর সময়ে পরিবর্তন করা হয়েছে। রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে মেট্রোটি। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ পরিষেবার কোনও বদল করা হয়নি।এদিকে আগামিকাল শুক্রবার নেতাজির জন্ম দিন। সঙ্গে সরস্বতী পুজোও। এদিন কম মেট্রো চালাবে কর্তৃপক্ষ। ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (যদিও কবি সুভাষ স্টেশন বন্ধ। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত) লাইনে ২৭২টি মেট্রোর মধ্যে ২৩৬টি মেট্রো চলবে। ১১৮টি করে আপ ও ডাউন মেট্রো চলবে। তবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দু’টি বিশেষ আপ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *