প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের শিক্ষক নিয়োগ সুখবর। আগামী, ফেব্রুয়ারির মধ্যে নতুন শিক্ষক নিয়োগ এসএসসির। একাদশ এবং দ্বাদশ এর শিক্ষক নিয়োগের পরীক্ষার পর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ, এখন চলছে স্কুটিনি। সরকার এর সবুজ সঙ্কেত মিলেছে। আগামী ২০ জানুয়ারির মধ্যেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা বা প্যানেল প্রকাশ করবে এসএসসি। ভোটের আগেই স্কুলে স্কুলে পৌঁছে যাবে নতুন শিক্ষক। একাদশ ও দ্বাদশ এর ক্ষেত্রে ১২ হাজার ৫১৪ টি শূন্যপদে নিয়োগ হবে বলে খবর। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়। মোট শূন্যপদ ১২৫১৪টি। কমিশন সূত্রে খবর, ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর হবে কাউন্সেলিং। চাকরিপ্রার্থীরা পছন্দের ভিত্তিতে স্কুল বেছে নিতে পারবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদই স্কুলে স্কুলে নতুন শিক্ষক শিক্ষিকারা যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এসএসসি-কে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলে। একইসঙ্গে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে জানায় সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতনও পাবেন তাঁরা। এমনিতে ২১ জানুয়ারির মধ্যে যে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করতে চাইছে এসএসসি| প্রাথমিকভাবে এসএসসি ৭ জানুয়ারিকে পাখির চোখ করে এগোচ্ছিল। সুপ্রিম কোর্টেও সেই কথা জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে আরও কয়েকজন প্রার্থীর ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নিতে হওয়ায় সেই ডেডলাইন মেনে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে পারেনি এসএসসি।
Hindustan TV Bangla Bengali News Portal