Breaking News

এমআরআই-সহ নানা পরীক্ষা শেষ, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ফিরলেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা :- মমতা বন্দ্যোপাধ্যায়কে এমআরআই-র জন্য নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে | এমআরআই করাতে বাঙুর নিউরোসায়ন্স ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে প্রায় ঘণ্টা দুয়েক রেখে একাধিক পরীক্ষার পর ফের এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ফিরিয়ে আনা হয় মুখ্যমন্ত্রীকে |

এমআরএই রিপোর্টের পর চিকিৎসক শান্তনু সেন জানিয়েছেন মাল্টিপেল ইনজুরি রয়েছে মুখ্যমন্ত্রীর | মমতার পায়ের পাতায় চির ধরেছে | পায়ের লিগামেন্ট আঘাত পেয়েছে | মুখ্যমন্ত্রীর চিকিৎসায় যে চিকিৎসদের নিয়োগ করা হয়েছে তাঁরা হলেন মুকুল ভট্টাচাৰ্য,সরোজ মণ্ডল,শুভাশিস ঘোষ, শ্রাবণী সোয়েইকা,জি.কে.ঢালি,সুজয় ঘোষ, বিমানকান্তি রায়রা | হাসপাতালে রয়েছেন,অভিষেক বন্দোপাধ্যায়,পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী,ডেরেক ও ব্রায়ান শিউলি সাহা সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব | বুধবার সন্ধেয় নন্দীগ্রামে পায়ে ও মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় |

অভিযোগ করেন, ভিড়ের ৪-৫ জন ধাক্কা দিয়েছে তাঁকে | জেনে বুঝেই করা করেছে। এরপর গ্রিন করিডর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হয় এসএসকেএম হাসপাতালে। তাঁকে ভর্তি করা হয় উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে | মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনখড়| হাসপাতাল চত্বরে হাজির তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন | তিনি বেরিয়ে যাওয়ার সময়েও গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা | এ দিকে জেলায় জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *