প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- সোমবার সকালে প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ায় হাওড়ার স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ে ফলকনামা এক্সপ্রেস | বেশ কিছুক্ষণের জন্যে ব্যাহত দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল| দুর্ভোগে পড়েন যাত্রীরা | জানা গিয়েছে, সেকেন্দ্রবাদগামী ‘ফলকনুমা এক্সপ্রেস’ ২১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর পর রেলের ইয়ার্ডের কাছে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায় | বন্ধ হয়ে যায় ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল | রেল সূত্রে খবর, দুটি পাঁশকুড়া লোকাল-সহ আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয় |
বেশ কিছু ট্রেনকে সাঁতরাগাছি থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে | খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা | তৎপরতার সঙ্গে প্যান্টোগ্রাফ মেরামতি চলে| ঘটনাস্থলে সারাইয়ের কাজ শুরু করে পূর্ব রেল | অন্যদিকে ডিজেল ইঞ্জিন লাগিয়ে দূর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সাঁতরাগাছি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় | এই ঘটনার জেরে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকে দূরপাল্লার ওই ট্রেনটি | প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ায় সমস্যায় পড়েন তাঁরা। দিনের ব্যস্ত সময়ে অনেকেই বিকল্প পদ্ধতিতে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন | কেউ আবার হাওড়া স্টেশনেই অপেক্ষারত সপ্তাহের শুরুর দিনে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীদের একাংশ| রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা |