পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :-দ্বিতীয় দফা নির্বাচনে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর | বিজেপি প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে | আক্রান্ত হয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরাও বলে অভিযোগ,কাঠগড়ায় তৃণমূল| জানা গিয়েছে, কেশপুরের গুনহারা গ্রামের একাধিক বুথে ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে ওই এলাকায় যান বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কুঁয়াড় | অভিযোগ, গ্রামে ঢুকেই আক্রান্ত হন তিনি | তাঁর গাড়ি দেখতে পাওয়া মাত্রই লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে তে়ড়ে আসে একদল দুষ্কৃতী | ব্যাপক ভাঙচুর চালানো হয় গাড়িতে| প্রার্থীর গাড়ি লক্ষ্য করে অনবরত ইটবৃষ্টি হয় বলে অভিযোগ|
এই ঘটনায় জখম হয়েছেন গাড়ির চালক। ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। সেখানে সংবাদমাধ্যমের গাড়ি থাকায় তাতেও হামলা চালায় অভিযুক্তরা | বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কুঁয়াড় বলেন, “কেশপুরের এই গুনহারা গ্রামে সকাল থেকেই ছাপ্পা ভোট হচ্ছে | তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপ্পা ভোট করাচ্ছে | খবর পেয়ে গ্রামে গিয়েছিলাম | সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় | গাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোঁড়া হয় |” ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন কেশপুরের বিজেপি প্রার্থী | তবে এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের |পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ, ভয়ঙ্কর হয়ে ওঠে |