Breaking News

জগৎবল্লভপুরে আইএসএফ-এর ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল,অন্যদিকে ভোটারদের ভোট না দেওয়ার হুমকি তৃণমূলের বিরুদ্ধে

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- তৃতীয় দফার ভোটে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার জগৎবল্লভপুর হাইস্কুলের ৩ এবং ৪ নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | এমনকি দুই আইএসএফ কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ | তৃণমূলের তরফে জানানো হচ্ছে, এরকম কোনও ঘটনা ঘটেনি | শান্তিপূর্ণ ভোট হচ্ছে | এখানে কোনও ক্যাম্প অফিস ছিল না, অহেতুক পরিস্থিতি গরম করার চেষ্টা চলছে |এদিকে, ভোট দিতে আসা মহিলা ভোটারদের অভিযোগ, বাড়ি থেকে বেরোলেই আমাদের মারধর করা হচ্ছিল | ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ | তাঁদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | এমনকি তাঁরা অভিযোগ করেছেন, দাগ কেটে তাঁদের হুমকি দিয়ে বলা হয়, এই দাগ পেরোলেই মারধর খেতে হবে |

অবশেষে পুলিশের আশ্বাসে তাঁরা ভোট দিতে বুথে আসতে পেরেছেন বলে তিনি জানিয়েছেন মহিলা ভোটাররা | প্রসঙ্গত, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি হাওড়ার যে সাতটি আসনে ভোট হচ্ছে আজ সেগুলি হল উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *