Breaking News

ভোটের আগের রাতে তারকেশ্বরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ ! উড়ে গেল বাড়ি ছাদ, অভিযোগের তীর তৃণমূলের দিকে

প্রসেনজিৎ ধর, হুগলি :- আজ তৃতীয় দফায় ভোট চলছে হুগলির আটটি বিধানসভা কেন্দ্রে | আর ভোটের আগের রাতেই বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ | বোমার অভিঘাতে উড়ে যায় বাড়ির চাল বলেও অভিযোগ | এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তারকেশ্বর বিধানসভার ভান্ডারহাটি এলাকায় | জানা গেছে,
তারকেশ্বর বিধানসভার ভান্ডারহাটি ২ নং অঞ্চলের ৫৩ নম্বর বুথের বিজেপি কর্মী সৌমেন চৌধুরীর বাড়িতে হামলা হয় সোমবার রাতে বলে অভিযোগ | এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ | বোমাবাজির ফলে ঘরের চাল উড়ে যায় বলেও অভিযোগ | বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা | সৌমেন ও তাঁর মাকে বাড়ি থেকে উদ্ধার করেন তাঁরাই| ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন সৌমেন | যদিও অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব | ভোটের ঠিক আগের দিনই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় | অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না | এলাকায় টহল দিচ্ছে পুলিশ | ভোটের সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে এলাকা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *