Breaking News

গোঘাটে নিহত তৃণমূল বুথ সভাপতি, ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে, ফের উত্তপ্ত গোঘাট

প্রসেনজিৎ ধর, হুগলি :- ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের বুথ সভাপতি ‘খুন’-এর অভিযোগ ঘিরে উত্তপ্ত হুগলির গোঘাট| যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির | নিহতের পরিবার জানিয়েছে, নিহত সুনীল রায়ের ছেলে বিকাশ রায় বুথ এজেন্ট | আর বাবা সুনীল রায় দীর্ঘদিনের তৃণমূল কর্মী | বুথ সভাপতি ছিলেন | তৃণমূলের দাবি, সুনীল ভোট দিয়ে ফেরার সময় বিজেপি-র কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন | এর ফলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান ওই নেতা | ধাক্কার চোটে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান বুথ সভাপতি বলে অভিযোগ | আর সেই আঘাতেই মৃত্যু হয়েছে সুনীল রায়ের বলেও অভিযোগ| যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির | বিজেপির দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রবীণ সুনীল রায়ের | আর তাঁকে নিয়ে তৃণমূল অযথা রাজনীতি করছে |প্রসঙ্গত,পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় | ময়নাতদন্তের রিপোর্ট বলছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সুনীল রায়ের | তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানানো হয়েছে রিপোর্টে| ময়নাতদন্তের রিপোর্ট সুনীল রায়ের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *