প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- চতুর্থ দফা ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বোমাবাজির অভিযোগ,ব্যাপক উত্তেজনা দেখা যায় হাওড়ার গোলাবাড়িতে | সাতসকালেই এলাকায় ব্যাপক বোমাবাজি| ঘটনাস্থলে যায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী | জানা গেছে,শনিবার সকালে হাওড়ার গোলাবাড়ির ওয়াটকিংস লেন ও ডফসনস লেন এলাকায় বোমাবাজি হয় বলে অভিযোগ | স্থানীয়দের বক্তব্য, এলাকার একটি আবাসন থেকে পরপর বেশ কয়েকটি বোমা ছোড়া হয়| তখন সবেমাত্র ভোটাররা বুথের বাইরে লাইন দিয়েছিলেন | কিন্তু ভোট শুরুর পরেই বোমাবাজির ঘটনায় ভোটাররা আতঙ্কে বাড়ি চলে যান | স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য, এলাকার ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি করা হয় বলে অভিযোগ | তবে এ দিন বোমা কারা ছুড়েছে, তা এখনও স্পষ্ট নয় | আবাসনের ভিতর বোমা নিয়ে কীভাবে কেউ ঢুকে পড়ল, তাও খতিয়ে দেখছে পুলিশ|