নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- নির্বাচনের চতুর্থ দফায় সকাল থেকে দফায় দফায় উত্তেজনা কোচবিহারে | শীতলকুচির পর এবার উত্তেজনা মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের জোড়পাটকিতে | অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ যুবকের | তৃণমূলের দাবি ওই চারজনই তাঁদের সমর্থক | অন্যদিকে বাহিনীর দাবি, দু-পক্ষের ঝামেলা থামাতে এবং নিজেদের আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী |ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন | জানা গিয়েছে, জোড়পাটকির ১ নম্বর বুথের ভোটার হামিদুল হক, মনিরুল হক, সামিয়ুল মিঞা, আমজাদ হোসেন নামে ওই চার যুবক মারা গেছে| জানা গেছে , ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের | বাকি ৩ জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওযা হয় | সেখানেই তাঁদের মৃত্যু হয় বলে খবর | তৃণমূল কর্মীদের দাবি, এদিন সকাল থেকে মোটের উপর শান্ত ছিল এলাকা| ভোট দিতে গিয়েছিলেন ওই চার যুবক | তাঁরা ভোটের লাইনে থাকাকালীন কেন্দ্রীয় বাহিনী এলোপাথাড়ি গুলি চালায় | আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই চার যুবককে মৃত বলে ঘোষণা করে | মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা | কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন ওই এলাকার তৃণমূল কর্মী ও মৃতের পরিবারের সদস্যরা | তৃণমূলের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে বাহিনী | তৃণমূল কর্মীদের উপর অকারণে হামলা করা হচ্ছে | সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা গুলি চালানোর অভিযোগ স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন | বলা হয়েছে, প্রায় ৩০০ জনের একটি দল কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করেছিল | সেই কারণেই গুলি চালাতে বাধ্য হয়েছে সিআরপিএফ | এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কমিশন|