Breaking News

মর্মান্তিক ঘটনা বেহালার পর্ণশ্রী পল্লিতে!রত্না চট্টোপাধ্যায়ের পাড়ার পুকুর থেকে উদ্ধার মহিলার পচা গলা দেহ, তদন্তে পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভয়াবহ ঘটনা | রত্না চট্টোপাধ্যায়ের পাড়ার পুকুর থেকে উদ্ধার এক মহিলার পচা গলা দেহ | এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য বেহালার পর্ণশ্রী পল্লিতে | জানা গেছে, মঙ্গলবার সকালে বেহালার পর্ণশ্রী পল্লিতে পুকুরে কিছু একটা ভেসে উঠতে দেখেন বাসিন্দারা | তাঁরা বুঝতে পারেন এটা একটা মহিলার দেহ | তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায় | ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ | ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দফতরও | নিজের পাড়ায় এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী তথা শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় |

পুলিশ ডুবুরি নামিয়ে পুকুর থেকে দেহটিকে উদ্ধার করে | পুলিশ সূত্রে খবর,দেহটি পচে গলে গেছে | এখনও পর্যন্ত ওই মহিলাকে শণাক্ত করা সম্ভব হয়নি | মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা | মহিলা কি এলাকারই বাসিন্দা তা জানার চেষ্টা করছে পুলিশ | এটি খুন না আত্মহত্যা না দুর্ঘটনা, তা কিছুই স্পষ্ট নয় | ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *