Breaking News

ভোটারদের বুথে ঢুকতে বাধা,মারধরের অভিযোগ! প্রতিবাদে পথ অবরোধ, উত্তপ্ত কল্যাণী

রজত সেন, নদিয়া :- পঞ্চম দফায় ভোট শুরু হতেই শুরু হয়ে গেছে অশান্তি | ভোটগ্রহণের শুরু হতেই নদীয়ার কল্যাণীতে শুরু হয়ে যায় উত্তেজনা | কল্যাণীর গয়েশপুরে বকুলতলায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে |অভিযোগ অস্বীকার তৃণমূলের | রাস্তায় বসে বিক্ষোভে শামিল ভোটাররা |তৃণমূলের গুন্ডাবাহিনী হঠাৎ করে এসে হামলা চালায় আমাদের উপর | প্রায় ১৫ জনের একটি দল বাইকে করে এলাকায় এসে তাণ্ডব চালায় | লাঠি, রড, টিউবলাইট দিয়ে বেধরক ভাবে মারতে শুরু করে | হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন| বুথ সভাপতিও আক্রান্ত হন বলে অভিযোগ | খবর পেয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী | ভোটারদের ভোট দিতে ভয় দেখানো হয় বলেও অভিযোগ ওঠে | ভোটদানে বাধা দেওয়ার প্রতিবাদে কল্যাণীতে গয়েশপুর-কল্যাণী বাইপাসে রাস্তায় বসে অবরোধ ভোটারদের |

তাঁদের অভিযোগ, তৃণমূল তাঁদের বুথে ঢুকতে দিচ্ছে না|প্রতিবাদে তাঁরা ভোটার কার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন। এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী | বিজেপি কর্মীদের পাশে থাকতে ঘটনার খবর পেয়েই পৌঁছে যান বিজেপি প্রার্থী অম্বিকা রায় | তৃণমূলের বিদায় নিশ্চিত তাই এখন হিংসার পথ বেছে নিয়েছে তৃণমূল | মানুষ ভোটে হারিয়ে তৃণমূলকে এর যোগ্য জবাব দেবে বলেই মত বিজেপি প্রার্থী অম্বিকা রায়ের | যদিও এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেই জানালেন নদীয়া জেলা তৃণমূল নেতৃত্ব |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *