দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সল্টলেকের শান্তিনগর | দুইপক্ষের ইটবৃষ্টি, হাতাহাতি |উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত | তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের শান্তিনগর এলাকা | বিজেপির অভিযোগ, বুথের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অবৈধ জমায়েত করে রয়েছে | ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে বিজেপির তরফে | ঘটনায় তুমুল ইটবৃষ্টি হয় দু’পক্ষের মধ্যে |
এমনকি, দু’পক্ষের কর্মী-সমর্থকরা এমনকি হাতাহাতি শুরু হয় বলেও অভিযোগ | গেরুয়া শিবিরের অভিযোগ, তাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা | ২ তারিখের পর তাদের দেখে নেওয়া হবে বলে অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের | সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত | তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় | যদিও ঘটনার পর এলাকা ফাঁকা করতে টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী | পুলিশের আধিকারীকরা এলাকায় মাইকে প্রচারে নামেন | চিন্তামুক্ত হয়ে ভোট দেওয়ার আবেদন করা হয় তাদের তরফে | পাশাপাশি ভোট দেওয়া ছাড়া অন্য কোনও কারণে রাস্তায় অবৈধ জমায়েত করা হলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় |