প্রসেনজিৎ ধর :- শুক্রবার শীতলকুচির ঘটনায় একটি অডিও প্রকাশ করা হয় বিজেপির তরফে | সেই অডিওতে মমতা বন্দোপাধ্যায় ও শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের কথোপকথন শোনা যায় | আর সেই ফোনালাপ নিয়ে আজ সকালে নির্বাচন কমিশনের দফতরে নালিশ করল বিজেপি | তাঁদের অভিযোগ, শীতলকুচির গুলিকাণ্ডকে হাতিয়ার করে ভোটের মরশুমে রাজ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে তৃণমূল |এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্যসভার প্রাক্তন বিজেপি সাংসদ তথা তারকেশ্বরের প্রার্থী স্বপন দাশগুপ্ত, নেতা শিশির বাজোরিয়ারা কমিশনের দ্বারস্থ হন | তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা |একইসঙ্গে মুখ্যমন্ত্রী ফোন ট্যাপের অভিযোগও উড়িয়ে দেন বিজেপি নেতারা | এ প্রসঙ্গে স্বপন দাশগুপ্ত বলেন, বিজেপি মুখ্যমন্ত্রী ফোন ট্যাপ করেনি | মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ফোন ট্যাপ করার অভিযোগে অনড় তৃণমূল | তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় বলেন, ‘আমরা এত লোকসভা-রাজ্যসভায় দাবি করতাম ফোনে আড়ি পাতা হয়। এবার তা প্রমাণিত হল |’ তিনি আরও দাবি করেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর দলের প্রার্থীর সঙ্গে কী কথা বলছেন তা ট্যাপ হল | ট্যাপ তো যে কেউ করতে পারে না |’এ বিষয়ে তদন্ত করতে সিট গঠনের আবেদন জানিয়েছেন বিজেপি|এমনকী, তৃণমূলনেত্রী রাজ্যের পুলিশ আধিকারিকদের ফাঁসানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতারা|