দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটের সকালেই করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার | সূত্রের খবর, বেলেঘাটা আইডি হাসপাতালের বাথরুম থেকে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে | একেই রাজ্যে কোভিডে ভয়াবহ অবস্থা, তার উপর এই ঘটনায় উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে | জানা গেছে,
বছর পঁচাত্তরের কালাচাঁদ দাস বেলেঘাটা আইডি হাসপাতালের আইবি এইটে ৪২ নম্বর বেডে ভর্তি ছিলেন | করোনার উপসর্গ নিয়ে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি | তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে | চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি | এরই মধ্যে সোমবার সকালে হাসপাতালের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় | প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বৃদ্ধ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন | চিকিৎসকরা মনে করছেন, মানসিকভাবে ভেঙে পড়ার প্রবণতা অনেক কোভিড রোগীদের মধ্যেই দেখা যাচ্ছে | সেক্ষেত্রে তাঁদের একাকীত্ব কাটাতে কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে বলেও জানান চিকিৎসকরা |