Breaking News

দেবাশিস কুমার,শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা! পরিচয়পত্র থাকলে প্রার্থীকে বুথে ঢুকতে বাধা নয় জানাল নির্বাচন কমিশন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দক্ষিণ কলকাতার রাসবিহারীতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার | দেবাশিসবাবুর অভিযোগ, তাঁর বুথে ঢোকা নিয়ে আপত্তি তোলে কেন্দ্রীয় বাহিনী | বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন | জানিয়ে দেয়, বৈধ পরিচয়পত্র থাকলে প্রার্থীকে বুথে ঢোকা থেকে আটকানো যাবে না | আটকানো হয় শোভনদেব চট্টোপাধ্যায়কেও | সোমবার রাজ্যের পাঁচ জেলার মোট ৩৪টি আসনে চলছে ভোটগ্রহণ | ভোটের দিন সকাল থেকেই দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিভিন্ন বুথে ঘুরে ভোট তদারকি করছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার |

সেই সময় পর পর চারটি বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ | সূত্রের খবর অভিযোগ পেয়ে এদিন নড়েচড়ে বসে কমিশন | বারবার বলা সত্ত্বেও রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমারকে কেন ঢুকতে বাধা দেয়া হচ্ছে তা এডিজি আইন-শৃঙ্খলার কাছে জানতে চায় কমিশন | পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোট প্রার্থী বুথে ঢুকতে পারছেন না এ ধরনের ঘটনা কোনও মতেই সমর্থনযোগ্য নয়, বলা হয় কমিশনের তরফে | তৎপর হয়ে রিটার্নিং অফিসারকে ফোনও করা হয় কমিশনের তরফে | দেবাশিস কুমার বলেন, “নির্বাচন কমিশন যা বলেছে তাতে প্রার্থী বুথে ঢুকতে পারে নির্দ্বিধায়| বুথে ঢুকতে না দিলে কিছু আসে যায় না | আমার ঢোকাটাকে অগ্রাধিকার না দিয়ে শান্তিপূর্ণ ভোটটাই চাইব | অন্যদিকে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলেও অভিযোগ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *