দেবরীনা মণ্ডল সাহা :- পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে রাজ্যের পরিস্থিতি নিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | একথা টুইট করে নিজেই জানিয়েছেন রাজ্যপাল | রাজ্যে গত কয়েকদিন ধরে ভোট পরবর্তী হিংসার ছবিতে তৈরি হয়েছে উদ্বেগ | বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে | রাজনৈতিক কর্মীদের খুন, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে | মঙ্গলবার দুপুরে এক টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, ধনকড় এ দিন টুইট করে বলেছেন যে, “প্রধানমন্ত্রী ফোন করেছিলেন | তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ এবং দু:খ প্রকাশ করেছেন |
“টুইটে তিনি আরও বলেছেন, “হিংসার ঘটনা, ভাঙচুর, অগ্নিসংযোগ সমেত লুটপাট ও হত্যাকাণ্ড নিরবচ্ছিন্ন ভাবে অব্যাহত থাকায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি| পরিস্থিতি ফিরিয়ে আনতে দায়িত্বপ্রাপ্তদের বাড়তি কাজ করতে হবে|” এই খবর প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী কটাক্ষ করে টুইট করেন তৃণমূলের রাজ্যভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন | তিনি লিখেছেন, রাজনৈতিক হিংসার ঘটনা আসলে অতিরঞ্জিত | তিনি লিখেছেন, ‘এ সব স্টান্ট বন্ধ করুন আর করোনা বিষয়ক ফোন করুন |’ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে সোমবারই রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার তলব করেছিলেন রাজ্যপাল | এ ছাড়া সোমবার সন্ধেয় পদত্যাগপত্র জমা দিতে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায় | আর মমতার সঙ্গেও অশান্তির ঘটনা নিয়ে কথা হয়েছে বলে টু্ইটে নিজেই জানান জগদীপ ধনখড়| আর এবার তাঁকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিলেন খোদ মোদি| প্রসঙ্গত,আগামিকাল ৫ মে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ বন্ধ রাখার আর্জি জানিয়েছে বঙ্গ বিজেপি |