দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার ভ্যাকসিন সঙ্কটের মাঝেই কিছুটা স্বস্তির আলো | রাজ্যে এল কোভ্যাক্সিনের আরও ৭৫ হাজার ডোজ | শনিবার সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে হায়দ্রাবাদের ভারত বায়োটেক থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় কোভ্যাক্সিন| স্বাস্থ্য দফতরের আধিকারিকদের উপস্থিতিতে বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে টিকাগুলি নিয়ে যাওয়া হয়েছে | গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিলেন এ রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা | সম্প্রতি কোভিশিল্ডের ডোজ এসে পৌঁছেছে রাজ্যে | আর শনিবার এল কোভ্যাক্সিনের ডোজ়ও | প্রসঙ্গত,কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মিলিয়ে মোট ৩ লক্ষ ৬৬ হাজার ডোজের বরাত দিয়েছিল রাজ্য সরকার | গত রবিবার সেই বরাত থেকেই ১ লক্ষ কোভ্যাক্সিন পাঠানো হয় | আজ ফের ৭৫ হাজার ডোজ এল| কোথায় কোন কোন জেলায় কোভ্যাক্সিনের কত ডোজ যাবে,এর মধ্যেই তার বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত হয়ে যাবে | এরপরই বিভিন্ন জায়গায় তা পৌঁছে যাবে | ফের শুরু হবে কোভ্যাক্সিন টিকাকরণ |কিন্তু গত কয়েকদিন টিকার ঘাটতির কারণে উদ্বেগ বেড়েছে | মাঝে বেশ কিছুদিন কোভ্যাক্সিন টিকা মেলেনি রাজ্যে | মাঝ রাত থেকে হাসপাতালে লাইন দিয়েছেন সাধারণ মানুষ | তারপরও টিকা ছাড়াই ফিরতে হয়েছে অধিকাংশকে | কেউ কেউ আবার ভিড়ে ঠাসা লাইনে দাঁড়িয়ে কোভিডের টিকার বদলে কোভিড নিয়েই ফিরেছেন | আর তাই রাজ্যে ভ্যাকসিনের হাহাকারের মধ্যেই কিছুটা স্বস্তির খবর |