Breaking News

মুখ্যমন্ত্রীর বাড়িতে শোকের ছায়া! মারণ ভাইরাসে মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনা ভাইরাসের থাবা এবার খোদ মুখ্যমন্ত্রীর পরিবারে | কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায় | তিনি কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১ মাস ধরে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন |সেখানেই তাঁর চিকিৎসা চলছিল| শনিবার সকাল ৯টা ২০ নাগাদ সেখানেই মারা যান তিনি| অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে | অসীমবাবুর ডাকনাম ছিল কালী | এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন | মুখ্যমন্ত্রীর সঙ্গেই তিনি কালিঘাটের বাড়িতেই থাকতেন | প্রায় দেড় মাস আগে তিনি কোভিডে আক্রান্ত হন | প্রথম দিকে তিনি বাড়িতেই ছিলেন | কিন্তু পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় | এদিন সকালে সেখানেই মারা যান তিনি | মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কোভিড নিয়ম মেনেই এদিন দুপুরের পর নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় | এই খবরে স্বভাবতই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা | গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গিয়েছেন ১৩৬ জন | বাংলায় এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৯৩ | স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৪৬ | উত্তর ২৪ পরগণায় ৪ হাজার উপরে সংক্রমিত | তারপরই কলকাতা | উত্তর ২৪ পরগণা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ১৯৭ এবং ৩ হাজার ৯৫৫ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *