দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | কোভিড সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও | সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইতিমধ্যেই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মীরা ভট্টাচার্যকে | করোনা আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হতে চাননি বুদ্ধদেব ভট্টাচার্য | বাড়িতেই তাঁর ৫ মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দিতে বলেছেন চিকিৎসকরা| হাসপাতাল সূত্রে খবর, মীরা ভট্টাচার্য বর্তমানে স্থিতিশীল রয়েছেন | তাঁর সিটি স্ক্যান এবং প্রয়োজনীয় রক্তপরীক্ষা করা হয়েছে | তবে শ্বাসকষ্ট-সহ জ্বরজ্বর ভাব এবং শরীরে অস্বস্তি রয়েছে মীরাদেবীর | বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে এই মুহূর্তে অক্সিজেনের মাত্রা ৯০ | বাড়িতেই রয়েছেন তিনি | প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজ | তবে চিকিৎসকরা সতর্ক বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়েই | কারণ দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত তিনি | গত কয়েক বছরে সে সমস্যা আরও বেড়েছে| তাঁকে রাখতে হয় পোর্টেবল অক্সিজেন সাপোর্টে | তাঁকে একাধিকবার ভর্তি করা হয় হাসপাতালে | অসুস্থতার জন্য দীর্ঘদিন ঘরবন্দি তিনি | শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৫ সালের ব্রিগেডের সমাবেশে | ২০১৯এ ব্রিগেডে গেলেও তিনি গাড়ি থেকে নামেননি | ২০২১ সালের ব্রিগেডের আগে দেন ভার্চুয়াল বার্তা | বুদ্ধবাবর ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল | চিকিৎসকরা বলছেন, বুদ্ধবাবু যেহেতু সিওপিডি-তে আক্রান্ত, তাতে অক্সিজেনের স্যাচুরেশনের মাপকাঠি সাধারণত ৮৮-৯০এর মধ্যে থাকবে | বুদ্ধবার বর্তমানে শরীরে এই পরিমাণ অক্সিজেন ওঠানামা করছে | যদি এর নীচে নামতে শুরু করে, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা |