দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা মোকাবিলায় এবার মানুষের পাশে দাঁড়াতে একে একে এগিয়ে আসছে কলকাতার বড় বড় দুর্গাপুজো কমিটিগুলো | সেই তালিকায় নবতম সংযোজন বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসীবৃন্দ | বেলেঘাটার বিধায়ক তথা ক্লাবের উপদেষ্টা পরেশ পালের সাহায্যে রবিবার থেকে পথচলা শুরু করল অক্সিজেন হাব | বেলেঘাটা ৩৩ পল্লী পুজো কমিটি তাঁদের এই উদ্যোগকে নামও দিয়েছে নজরকাড়া ‘দুয়ারে দশভূজা’ | বেলেঘাটা এলাকায় একটি বাড়িতে তৈরি হয়েছে অক্সিজেন পার্লার | যেখানে ২৪ ঘণ্টা মিলবে অক্সিজেন সাপোর্ট | রয়েছে ২টি শয্যা | প্রয়োজনীয় ওষুধও রাখা হচ্ছে | এছাড়াও অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকছে|যেখানে এলাকার মানুষজন তো বটেই, আশেপাশের এলাকার মানুষজনও অক্সিজেনের মাত্রায় সমস্যা হলে যাতে প্রাথমিক অক্সিজেন পরিষেবা পান,সেই দিকে নজর পুজো উদ্যোক্তাদের | পরবর্তী সময় সেফ হোম তৈরির পরিকল্পনা রয়েছে এই ক্লাবটির | করোনা পরিস্থিতি মোকাবিলায় ক্লাবগুলিকে আহ্বান জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন, ক্লাব বা কমিউনিটি হলে তৈরি হবে সেফ হোম বা অক্সিজেন পার্লার | তাঁদের সেই ডাকে সাড়া দিয়ে এবার এগিয়ে আসছে কলকাতার নামকরা পুজো উদ্যোক্তারা |