প্রসেনজিৎ ধর :- আগামী বুধবার সম্ভবত আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ | তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | বৈঠকে ছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরাও নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও | ছিলেন আন্দামান ও নিকোবরের উপ-রাজ্যপাল ডি.কে.জোশীও |
নবান্ন থেকে ভার্চুয়াল সেই বৈঠকে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত
*বাংলায় যেমন ইতিমধ্যে ৩৫ টি এনডিআরএফ দল এসে গিয়েছে | তৈরি রাখা হচ্ছে রাজ্যের নিজস্ব দুর্যোগ মোকাবিলা বাহিনীকে | উদ্ধারকাজের জন্য সিভিক ভলান্টিয়ারদের তৈরি রাখা হচ্ছে |
*অক্সিজেন প্ল্যান্টের সুরক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে | পূর্বাঞ্চলীয় উপকূলে প্রায় ২৪ টি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে, তার সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে |
*রাজ্যগুলিতে পাওয়ার ব্যাক আপ রাখার কথা বলা হয়েছে | অর্থাৎ বিকল্প বিদ্যুৎ পরিষেবা সরবরাহের ব্যবস্থা করার কথা বলা হয়েছে |
*উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে | উপকূলীয় অঞ্চল খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে |
*অক্সিজেন এবং করোনার ওষুধ-সহ প্রয়োজনীয় ওষুধ অতিরিক্ত মজুত রাখার কথা বলা হয়েছে |
খাবার, জল, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যাতে কোনও অভাব না হয়- সেই বিষয়গুলিকে প্রাথমিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে বৈঠকে | তবে সবচেয়ে উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে কোভিড সেন্টার, সেফ হোম ও হাসপাতালগুলির যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন | জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৫টি দলকে মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় |আরও ২০টি দল তৈরি রয়েছে|