দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এম.আর.বাঙ্গুর হাসপাতালে অগ্নিকাণ্ড| আর তার জেরে ছড়াল তীব্র চাঞ্চল্য | সোমবার হাসপাতালের নতুন বিল্ডিংয়ের তিনতলায় আগুন লেগে যায় | আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয় | যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা | দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর | জানা গেছে, সোমবার দুপুর ৪টে নাগাদ আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে | সূত্রের খবর, হাসপাতালের তিনতলায় সিসিইউ সংলগ্ন তলাতেই আগুন লাগে | এদিকে সিসিইউ মানেই প্রচুর গুরুতর অসুস্থ রোগী সেখানে চিকিৎসাধীন | দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর পরিজনদের মধ্যে|সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে | ঘটনাস্থলে দুটি ইঞ্জিন পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও জানা যায়নি ঠিক কীভাবে আগুন লাগল | তবে,দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগে | তড়িঘড়ি থানা ও দমকলকে খবর দেওয়া হলে অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | তবে দমকলের ইঞ্জিন আসার আগে হাসপাতালের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, তাকে কাজে লাগিয়েই বড় বিপদ এড়ানো সম্ভব হয় | এদিকে সিসিইউ মানেই প্রচুর গুরুতর অসুস্থ রোগী সেখানে চিকিৎসাধীন | দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর পরিজনদের মধ্যে | প্রসঙ্গত,গত ১১ মে এম.আর.বাঙ্গুর হাসপাতালের সামনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল অ্যাম্বুল্যান্স | যদিও ঘটনায় কেউ হতাহত হননি | ওই অ্যাম্বুল্যান্সের পাশেই ছিল একটি বেসরকারি হাসপাতালের আরও একটি অ্যাম্বুল্যান্স | সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে | দাউদাউ করে জ্বলতে থাকে দুটি অ্যাম্বুল্যান্স | এবার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্কের পরিবেশই তৈরি হল |