নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দেড় মাস পর কলকাতার রাস্তায় বাস নামতেই দুর্ঘটনার সাক্ষী থাকল শহরবাসী | রেড রোডে ঘটল ভয়াবহ দুর্ঘটনা | নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে একটি মিনিবাস|ঘটনায় বিবেকানন্দ দাভে নামে ১ পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র | আহত হয়েছেন ১৯ জন বলে খবর | ফোর্ট উইলিয়াম গেট, অর্থাৎ রেড রোডে ওঠার রাস্তাতেই দুর্ঘটনা | প্রত্যক্ষদর্শীরা জানান, একই দিকে বাসের আগে একটি বাইক আরোহী যাচ্ছিলেন | তিনি হঠাৎ বাঁ দিকে মোড় নেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মেটিয়াব্রুজ-হাওড়া মিনিবাসের চালক | এরপর রাস্তার ধারে রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে বাসটি| বাসের তলায় চাপা পড়ে যান ওই বাইক আরোহী | ক্রেন নিয়ে এসে বাসটিকে হালকা তুলে ধরার পর, তলায় চাপা পড়ে থাকা বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় |
বাসের নিচে আটকে থাকা সংজ্ঞাহীন অবস্থায় বিবেকানন্দ দাভেকে উদ্ধার করা হয় | হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু পরেই তাঁর মৃত্যু হয় বলে খবর | দুর্ঘটনার সময় বাসে প্রায় ১৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে | প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন | আহত হয়েছেন চালকও | তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় | আহতদের মধ্যে আবার ৪ জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে | প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাসটির সম্ভবত ব্রেক ফেল করেছিল | ঘটনাস্থলে পরিদর্শনে যান ডিসি সাউথ ও কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র | ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিম | কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে | প্রায় দেড় মাস বন্ধ ছিল বাস | তারপর আজ রাস্তায় গণ পরিবহন চালু হয় | দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে বাসের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে |