নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল নিউটাউনে | বাড়ি থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ | বাপের বাড়ির লোকেদের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে | পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে | খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ | স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সুস্মিতা দাস, বয়স ৩০ বছর | সুস্মিতার পরিবারের দাবি, তাঁর শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরেই তাঁকে অত্যাচার করতেন |অভিযোগ, তারাই খুন করে সুস্মিতার দেহ ঝুলিয়ে দিয়েছে |প্রতিবেশীরাও জানান, মাঝেমধ্যেই মারধর করা হত সুস্মিতাকে|একাধিকবার প্রতিবেশীদের সুস্মিতা সেকথা জানিয়েছিলেন| তবে অত্যাচারের ভয়ে বাপের বাড়িতে কিছু জানাতে চাননি| প্রতিবেশীদের বক্তব্য, সুস্মিতার শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে বাপের বাড়িও যেতে দিতেন না | যোগাযোগও করতে দিতেন না কারোর সঙ্গে | প্রায়শই তাদের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ পেতেন প্রতিবেশীরা |বৃহস্পতিবারও চিৎকারের আওয়াজ পেয়েছিলেন প্রতিবেশীরা | কিছুক্ষণ পরে সেই ঝামেলা মিটে যায় | কিন্তু আচমকাই সুস্মিতার শ্বশুরবাড়ির লোকজন চিৎকার শুরু করেন| প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন,গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সুস্মিতা| তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন | মৃতার পরিবারের অভিযোগ, সুস্মিতাকে পরিকল্পনা মাফিক খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে | নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |