নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- বিদ্যাসাগর সেতুতে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর | স্থানীয় মানুষজন ওই আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান | তবে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তাকে | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে | পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতু হয়েই হাওড়া থেকে কলকাতায় যাচ্ছিলেন ওই ব্যক্তি | তখনই দ্রুত গতিতে থাকা একটি লরি মোটর বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে | ধাক্কা লাগার ফলে বাইক থেকে অনেক দূরে ছিটকে পড়েন ওই আরোহী |
মাথায় হেলমেট থাকা সত্ত্বেও ব্যাপক চোট লাগে তার মাথায় | প্রত্যক্ষদর্শীরা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে | সেখানেই আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা | ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান হেস্টিংস থানার পুলিশ| কে ওই ব্যক্তি ? তা খোঁজ করছে পুলিশ | জানা গিয়েছে, ঘটনার পর রাতের পেট্রোলিং পুলিসের গাড়ি লরিটিকে ধাওয়া করে অবশেষে কামারহাটির কাছে এসে ধরা হয় লরিটিকে| যদিও চালককে ধরা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে | প্রত্যক্ষদর্শীদের কথায় স্বাভাবিকভাবেই যাচ্ছিল বাইকটি | কিন্তু পাশ কাটিয়ে বেপরোয়াভাবে গতি বাড়িয়ে এগোতে থাকে লরিটি| এমন সময় হঠাৎই বাইকের পিছনে এসে ধাক্কা দেয় লরিটি| তারপর বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়েন বাইক আরোহী | ঘটনার তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ |