Breaking News

ভাঙল ব্রিজের রেলিং!সাঁতরাগাছিতে ৫০ ফুট নিচে ঝিলে ট্রাক, নিখোঁজ চালক-খালাসি

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- ফের ভোর-রাতে বড়সড় দুর্ঘটনা ঘটল সাঁতরাগাছি ব্রিজে |সাঁতরাগাছি ব্রিজে বড় দুর্ঘটনা | ব্রিজের রেলিং ভেঙে ৫০ ফুট নিচের ঝিলে পড়ল একটি ট্রাক | ঘটনায় ট্রাকের চালক-খালাসি নিখোঁজ বলে জানা গিয়েছে | শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে | উল্লেখ্য, অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এদিন কলকাতা থেকে সাঁতরাগাছি ব্রিজে ওঠার সময় প্রথমে বাঁদিকের রেলিংয়ে ধাক্কা মারে লরিটি | এরপর ডানদিকে ধাক্কা মেরে ৫০ ফুট নীচে ঝিলে পড়ে যায় | লরিটি পড়ার শব্দ পেয়ে দৌড়ে আসেন স্থানীয়রা | তড়িঘড়ি তাঁরাই জগাছা থানায় খবর দেয় | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী | পুলিশ সূত্রের খবর, গাড়ির মধ্যে ছিলেন চালক ও একজন খালাসি | কিন্তু তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি | তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে এক জোড়া জুতো | তবে চালক ও খালাসির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ | পাশাপাশি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লরিটি ব্রেক ফেল করলে দুর্ঘটনা ঘটে | ভেঙে যাওয়া রেলিংয়ের অংশ দিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে যায়, তার জন্য ভাঙা অংশ ঘিরে দেওয়া হয়| এদিকে, লরিটি ঝিলে পড়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণ রাসায়নিক জলে মিশছে | তার ফলে ঝিলের জল দূষণের আশঙ্কাও তৈরি হয়েছে | ইতিমধ্যেই বড়ো ক্রেনের সাহায্যে ঝিল থেকে লরিটি তোলা হয় ব্রিজের ওপর | তারপর ব্রেকডাউন ভ্যানের সাহায্যে সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়| চালক ও খালাসি সন্ধানে পুলিশ |অন্যদিকে, এই ঘটনার জেরে কোনা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় | বেশ কয়েকঘন্টা স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল | ট্রাফিক পুলিশের তৎপরতায় পরে তা স্বাভাবিক হয়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *