দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নাগরিক স্বাচ্ছন্দ্য দিতে এবার রাস্তায় নামলেন স্বয়ং নগরপাল সৌমেন মিত্র | কয়েকদিন আগেই ময়দানে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন এক যুবক | এমনকী সেই আক্রমণের জেরে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ওই যুবককে | এই পরিস্থিতিতে এবার প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তা খতিয়ে দেখতে রবিবার সকালে ময়দানে হাজির হলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র | পুলিশ কমিশনার সাতসকালে ময়দানে হাজির হওয়ায় শোরগোল পড়ে যায় | সেখানে পৌঁছে তিনি এলাকার পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখেন | এমনকী পুলিশদের বেশ কয়েকটি নির্দেশ দেন |তাঁর সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা ও ডিসি সাউথ আকাশ মাঘারিয়া | ময়দান চত্বরে তাঁরা ঘুরে দেখেন | বেশ কয়েকটি সতর্কতা নিতে বলেন পুলিশকে | এমনকী কয়েকজন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও কথা বলে তাঁদের সাহস জোগান | প্রসঙ্গত,গত বুধবার ময়দানের প্রাতঃভ্রমণকারীর উপর ছিনতাইয়ের ঘটনায় এখনও আতঙ্ক রয়ে গিয়েছে | তাই প্রাতঃভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক দূর করতে নিজেই ময়দানে হাজির হলেন | ছিনতাইয়ের ঘটনার পর থেকে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ময়দানে | এমনকী চলছে পুলিশি টহলদারিও | প্রাতঃভ্রমণকারীদের অনেকেই পুলিশ কমিশনারকে জানান, হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত | সেই রেশ কাটিয়ে উঠতে পারেননি | আবার অনেকে হাঁটতেই আসছেন না | রবিবার সকালে পুলিশ কমিশনারের ঝটিকা সফরে আশ্বস্ত হয়েছেন অনেক প্রাতঃভ্রমণকারী |