দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেমন চলছে করোনার টিকাকরণ কর্মসূচী | তাই দেখতে আচমকাই এক টিকাকরণ কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আজ নবান্নে আসার পথে আচমকাই কালীঘাটে এক টিকাকরণ কেন্দ্রে হাজির হন মুখ্যমন্ত্রী | কীভাবে সব ব্যবস্থা মেনে টিকা দেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখতেই হাজির হন মমতা | টিকার জন্য লাইনে দাঁড়ানো ব্যক্তিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী | তারপরেই নবান্নের উদ্দেশ্যে রওনা হন তিনি | টিকাকরণ করোনার সঙ্গে লড়াইয়ে খুবই গুরুত্বপূর্ণ | আজই আইসিএমআর-এর রিপোর্টে জানানো হয়েছে দেশে টিকাকরণের জন্য মৃত্যু রোধ করা গিয়েছে | করোনায় মৃত্যু হয়েছে ০.৪ শতাংশ মানুষের | গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে মাত্র ১০ শতাংশ রোগীকে | এসবই সম্ভব হয়েছে টীকা নেওয়ার ফলে | আর তাই কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও মুখ্যমন্ত্রী বারবার টিকা নেওয়ার জন্য জোর দিয়েছেন |
মুখ্যমন্ত্রী বারবার টিকা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন নানা জায়গায় |কিন্তু কেন্দ্রের তরফে টিকা না পাওয়ার জন্য বারবার আক্রমণ করেছেন মমতা| প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও ব্যাপারটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | কিন্তু রাজ্যে পর্যাপ্ত টিকা না পাওয়ার জন্য খুবই ধীর গতিতে চলছে ১৮ উর্দ্ধদের টিকাকরণের কর্মসূচী | গতকালের স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৮০১ জন | সংক্রমণের পাশাপাশি রাজ্যে কমেছে করোনায় মৃতের সংখ্যাও| একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের | রাজ্যে সুস্থতার হার ৯৭.৯৫ শতাংশ | একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১০১২ জন |