প্রসেনজিৎ ধর,কলকাতা :- কোভিড আতঙ্ক অব্যাহত | পশ্চিমবঙ্গে চলছে নাইট কার্ফু | রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি রয়েছে এই কার্ফু | তার মধ্যেই বুধবার রাতে অভিযান চালিয়ে ভবানীপুর এলাকার দু’টি হুক্কাবার থেকে ১০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ | কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে চলছিল পার্টি |আগামী ১৫ই আগস্ট পর্যন্ত এই নিয়ম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার | এর আগে ৩১ শে জুলাই পর্যন্ত জারি ছিল এই নৈশ কার্ফু | কিন্তু এই নিয়ম উপেক্ষা করেছিল বেশ কিছু রেস্তোরা এবং বারগুলি | বেশ কয়েকদিন ধরেই নজরদারি চালাচ্ছিল পুলিশ| অবশেষে বুধবার রাতে অভিযান চালিয়ে ভবানীপুর এলাকার দু’টি হুক্কাবার থেকে ১০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ | ভোর ৪ টে পর্যন্ত সেখানে চলছিল পার্টি | উপস্থিত ছিলেন প্রায় ৫০ থেকে ৬০ জন মানুষ দেখা যায় কোভিডবিধি লঙ্ঘন করে মাঝরাতেও ওই দু’টি হুক্কা বারে বহু মানুষের ভিড় | চলছে দেদার খাওয়াদাওয়া | এছাড়া সশব্দে গানবাজনা চালিয়ে নাচতেও দেখা গিয়েছে অনেকজনকে | শারীরিক দূরত্ববিধি মানা হয়নি বলেও অভিযোগ| এলগিন রোডের ওই হুক্কা বার থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ|তারা হল মহম্মদ খালিদ রাজা, মহম্মদ বাদরে আলাম খান,সলমন খান | তারা প্রত্যেকেই ওয়াটগঞ্জ থানা এলাকার বাসিন্দা | অন্যদিকে অ্যাস্টন রোডের হুক্কা বার থেকে আরও সাতজনকে গ্রেফতার করা হয় | ধৃতেরা হল মিন্টু পাণ্ডে, শাহবাজ আলম, মহম্মদ সইফ, মহম্মদ সিকান্দর ওয়ারশি, ইরফান আহমেদ আরিফ, মহম্মদ বাবর খান, মহম্মদ আকবর | প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ | ঘটনার পর থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ভবানীপুর এলগিন রোডের ওই দু’টি হুক্কা বার | সূত্রের খবর, এই দু’টি হুক্কা বারে বহুদিন ধরেই অতিমারী আইন উপেক্ষা করে পার্টি এবং জমায়েত চলছিল | প্রসঙ্গত, এর আগে চলতি মাসেই শিলিগুড়িতে সময়বিধি ও কোভিড বিধি অমান্য করে পার্টির আয়োজন করায় বার-কাম-রেস্তোরাঁর এক কর্মী-সহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ |