Breaking News

নেতাজির পরাক্রমকে অনুকরণ করে বাংলার পরিবর্তন করতে চাই, নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে বললেন দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা :- “নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরাক্রমকে অনুকরণ করে বাংলার পরিবর্তন করতে চাই” শনিবার নেতাজীর জন্মদিনে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ| এদিন ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে ধর্মতলায় নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ|

এদিন সাংবাদিকদের উত্তরে আরও বিস্ফোরক দিলীপ ঘোষ বলেন “আমার তো সন্দেহ হচ্ছে নির্বাচন আসতে আসতে তৃণমূলের আদৌ অস্তিত্ব থাকবে তো” | এদিন তাঁর আরও কটাক্ষ, তৃণমূলের হতাশা ছাড়া আর কিছু নেই, তৃণমূল কংগ্রেসের বোঝা উচিত কেন ছেড়ে নেতা-নেত্রীরা চলে যাচ্ছেন| শুধু তাই নয় তিনি আরও বলেন, সকালে একটা উইকেট আর বিকালে আরেকটা উইকেট পড়ছে এটাই এখন চলছে তৃণমূল দলের | এই বছর নেতাজির ১২৫ তম জন্মদিনকে পালন করতে সারা দেশব্যাপী নানা কর্মসূচী পালিত হচ্ছে | ইতিমধ্যে নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার | নেতাজির অনুষ্ঠানে যোগ দিতে আজ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | একুশের নির্বাচনের আগে বাঙালির মননে নেতাজির ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোটবাক্সে কতটা ফল পায় গেরুয়া শিবির সেটাই এখন দেখবার বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *