দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখিয়ে আসছেন কয়েক হাজার এসএসসি চাকরিপ্রার্থী | রবিবাসরীয় সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর লেকটাউনের বাড়ির সামনে বেনজির বিক্ষোভ দেখালেন আন্দোলেনরত এসএসসি চাকরি প্রার্থীরা |এমনকি দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবি তুলে হাতে নানা পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করেন হবু শিক্ষকরা | ঘটনাস্থলে যায় লেকটাউন থানার পুলিশ | তাঁদের অভিযোগ, ২০১৬-তে যে পরীক্ষা হয়েছিল, সেই নিয়োগ সম্পন্ন করা হয়নি। তাঁদের ঠিক নম্বর দেওয়া হয়নি | ১৮৪ দিন ধরে সল্টলেকে বসে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন | কিছু সব দেখেও সরকার কোনও তোয়াক্কা করছে না | তাই রবিবার সমবেত হয়ে কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভে চাকরি প্রার্থীরা | তাঁদের দাবি, একবার কথা বলুন শিক্ষামন্ত্রী। তাঁদের কথা শুনুন তিনি | পরে অবশ্য শিক্ষামন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা |পুলিশ দিয়ে খবর পাঠান হয় সোমবার বেলা ১১টায় এসএসসি চেয়ারম্যানের কাছে যাওয়া হবে | গত ৩ মাস ধরে বিক্ষোভ দেখিয়ে আসছেন হবু শিক্ষকরা |
এদিন ‘দিদির দেওয়া আস্থায় আমরা আজ রাস্তায়,’ ‘দিদি তুমি রাখ কথা প্রমাোণ করো বাস্তবতা’, এমনই সব লেখা পোস্টার দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। | পরে অবশ্য শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়ক মারফত আশ্বাসে ফিরে যান বিক্ষোভকারীরা | যদিও কোভিড বিধি মেনেই তাঁরা জমায়েত হন কালিন্দীতে তাঁর বাড়ির সামনে | ন্ত্রীর বাড়ির সামনে হাই সিকিউরিটি জোনে পুলিশ তাঁদের আটকায় | সিদ্ধান্তে অনড় চাকরি প্রার্থীরা | উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত প্রার্থীদের অভিযোগ রয়েছে, তাদের তা জানানোর সুযোগ দিতে হবেসেই মোতাবেক উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে গত ১০ জুলাই থেকে শুরু হয় অভিযোগ গ্রহণ প্রক্রিয়া | তাতে দেখা গেল, মাত্র ২১ দিনেই ২৫ হাজার অভিযোগ জমা পড়েছে | শনিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অভিযোগ গ্রহণ করেছে কমিশন | তাতে দেখা গিয়েছে, শুধু ই-মেইলে অভিযোগ এসেছে ১৩ হাজার ৫০০। আর অফলাইনে জমা পড়েছে প্রায় ১১ হাজার ৫০০ অভিযোগ |