Breaking News

জলমগ্ন এলাকায় নৌকা চড়েই বিয়ে করতে পাড়ি দিল বর!হুগলির ঘটনা

প্রসেনজিৎ ধর, হুগলি :- টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা | যে রাস্তা দিয়ে আগে গাড়ি চলত, এখান সেখানেই নৌকা চালাচ্ছেন এলাকাবাসীরা |প্রাকৃতিক বিপর্যয়ের জেরে অবশ্য বিয়ের মতো শুভকাজ ফেলে রাখতে চাননি খানাকুলের হীরাপুরের একটি পরিবার| অগত্যা রাস্তায় নৌকা ফেলে, তাতে চেপেই বন্ধুবান্ধবদের নিয়ে পাত্রীর বাড়ি গিয়ে হাজির হলেন পাত্র |পাত্র আমিনুল হকের বাড়ি হুগলির খানাকুলের হীরাপুরে | পাত্রীর বাড়ি মাত্র ১০কিলোমিটার দূরে সাবলসিংহপুর এলাকায় | প্রথমে বিয়ে করতে যাওয়ার জন্য একটি চার চাকা গাড়ি ও বরযাত্রীর জন্য একটি বাস ভাড়া করে রাখা হয়েছিল | কিন্তু টানা বৃষ্টি ও রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে যাওয়ায় বদল আনতে হয় পরিকল্পনাতেও | যে রাস্তায় বাস, গাড়ি চলত, সেই রাস্তায় বর্তমানে নদীতে পরিণত হয়েছে| ফলে নৌকায় চেপে ১০ কিলোমিটার পথ অতিক্রম করলেন পাত্র | হীরাপুর থেকে জনা দশেক বন্ধু নিয়ে একটা নৌকায় করে বিয়ে করতে রওনা হন বর আমিরুল হক |

তবে সরাসরি শাবলসিংহপুর যেতে পারেননি | রাজহাটি পর্যন্ত গিয়ে, সেখান থেকে পাত্রীপক্ষের নৌকায় ওঠেন | পাত্রীপক্ষের সেই নৌকায় চেপেই আমিরুল যান বিয়ে করতে | এবিষয়ে বরের দাদা বলেন, ‘বরযাত্রী আসার কথা ছিল ৫০ জনের| কিন্তু এই অবস্থায় ১০ জনের বেশি আনা সম্ভব হল না |’ তবে যাঁরা বরের সঙ্গে এসেছেন তাঁরা এক নয়া অভিজ্ঞতার সাক্ষী হলেন বলে জানিয়েছেন তিনি |এ বিষয়ে বর বাবাজি আমিরুল হক জানিয়েছেন, ‘দুমাস আগেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল | কিন্তু এই সময় টানা বৃষ্টির জেরে এমনটা হবে ভাবতে পারিনি | তাই অনেক কাটছাঁট করে অল্প লোকজন নিয়ে বিয়ে করতে যাচ্ছি’ | জলমগ্ন হওয়ার ফলে যদিও কিছুটা কষ্টের মধ্যে রয়েছে ওই এলাকাবাসী | তাও এই বরের বিয়ের করতে যাওয়ার উৎসাহ দেখে সেই ছবি ক্যামেরা বন্দী করে নিলেন অনেকেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *