নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ফের গ্রেফতার ভুয়ো আইপিএস | ভুয়ো আইপিএসের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার অঙ্কিত কুমার সিং নামে আরও একজন | নিজেকে সাইবার ক্রাইম থানার অফিসার হিসেবে পরিচয় দিত সে | তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়তেই তৎপর হয়েছিল কলকাতা পুলিশ | আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তুলবে পুলিশ | ধৃতকে জেরার জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা | অবশেষে বৃহস্পতিবার রাতে বালি থেকে গ্রেফতার করা হয় অঙ্কিতকে| পুলিশ সূত্রে খবর, ধৃত অঙ্কিত কলকাতা পুলিশের লোগো ব্যবহার করত | আইপিএস এর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করতে অঙ্কিত | সম্প্রতি তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়তে থাকে | তারপর এই অঙ্কিতের খোঁজ শুরু করেছিল পুলিশ | শেষমেষ বৃহস্পতিবার রাতে বালি থেকে অঙ্কিতকে গ্রেফতার করে কলকাতা পুলিশের আধিকারিকরা |কার কার সঙ্গে এবং মোট কত পরিমান টাকার প্রতারণা করেছে, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ | শুধু তাই নয়, তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ | এর আগে খাস কলকাতায় আরও এক ভুয়ো আইপিএস ধরা পড়ে| গ্রেফতার হওয়া ভুয়ো আইপিএস অফিসারের নাম রাজর্ষি ভট্টাচার্য | নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াত সে | তার গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ |