Breaking News

কারবাইন, কার্তুজ-সহ ডানকুনিতে গ্রেফতার মুঙ্গেরের বাসিন্দা! এসটিএফ-এর জালে অভিযুক্ত

প্রসেনজিৎ ধর, হুগলি :- অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এবার ডানকুনিতে গ্রেফতার বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা | গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকরা অভিযান চালায়|একটি বাস থেকে মুঙ্গেরের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয় | ডানকুনি টোল প্লাজা থেকে ৬টি অস্ত্র ও কার্তুজ-সহ তাকে গ্রেফতার করা হয়েছে | উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি নাইন এমএম কারবাইন ও ৫টি পিস্তল| আগ্নেয়াস্ত্রগুলি সে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের | বিহারের মুঙ্গের থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাচারের জন্য শহরে এসেছে এক দুষ্কৃতী | গোপন সূত্রে খবর পাওয়ামাত্র অভিযান চালায় এসটিএফ | সূত্রের খবর, একটি বাসে অভিযান চালানোর সময় ওই ব্যক্তিকে দেখেই সন্দেহ হয় পুলিশের | গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার ভোর রাতে অভিযান চালায় এসটিএফ |ডানকুনিতে একটি বাস থামিয়ে তল্লাশি চালাতে থাকেন তদন্তকারীরা | তখনই ওই ধৃত অন্য কোনও দিকে নজর না দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন | ধৃতের কাছে একটি ব্যাগ ছিল | সন্তোষজনক উত্তর দিতে পারেননি যুবক | তারপর তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয় | আটক করে তল্লাশি শুরু করতেই তার কাছ থেকে মেলেএকটি নাইন এমএম কারবাইন ও ৫টি পিস্তল | এসটিএফ জানাচ্ছে, মুঙ্গের থেকে অস্ত্র ও কার্তুজ আনা হচ্ছিল | এই অস্ত্র পাচারচক্রে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ | অস্ত্র-গুলি কাদের পাচার করা হত সেই খোঁজও শুরু হয়েছে ইতিমধ্যেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *