Breaking News

বাংলায় কথা বলায় “পাকিস্তানি” তকমা, বাজার করতে গিয়ে হেনস্থার শিকার বৃদ্ধা ও তাঁর বৌমা বলে অভিযোগ, তদন্তে পুলিশ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সমস্যার সূত্রপাত শপিং-কে কেন্দ্র করে| অপরাধ, তাঁরা বাংলাই জানতেন, বাংলার বুকে দাঁড়িয়ে তাঁদের হিন্দি বলতে বা বুঝতে না পারাটাই ছিল মস্ত অপরাধ | খোদ শহর কলকাতায়, বড়বাজারেই হিন্দিভাষী ব্যবসায়ীর কাছে শুনতে হল অপমান| যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে |দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা ফতেমা আক্তার ও তার শাশুড়ি রোকেয়া বিবি কেনাকাটি করতে বড়বাজারের ‘অনুরাগ টেক্সটাইল’ নামক একটি দোকানে ঢুকে ছিলেন | ওই দোকানের মালিক অনুরাগ আগরওয়াল নামে এক ব্যবসায়ী | অভিযোগ, দুই বাঙালি মহিলা দোকানদারের হিন্দি কথা না বুঝতে পারায় তাঁকে একাধিকবার বিনীতভাবে অনুরোধ করেন বাংলায় বলতে | বাংলা তিনি বলতে পারেন না, তা স্বীকার না করে উল্টে ব্যবসায়ী বলেন, ‘হিন্দুস্তান হ্যায়, হিন্দি মে বোলিয়ে | নেহি তো পাকিস্তান চলে যাইয়ে |’ দোকানদারের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন দুই মহিলা| অভিযোগ তারপর থেকেই শুরু হয় হেনস্থা | এরপর দুই মহিলার গায়ে হাত দেয় ওই ব্যবসায়ী বলে অভিযোগ | শুধু তাই নয়, টাকার ব্যাগ, মোবাইল কেড়ে নেয় সে বলেও অভিযোগ | এরপর চলে অশ্লীল গালাগালাজ | বলপূর্বক বাঙালি বৃদ্ধাকে আটক করে রাখা হয় বলে অভিযোগ | বউমা ফতেমা আক্তার বাংলা পক্ষর দক্ষিণ ২৪ পরগণা জেলা অফিসে ফোনে যোগাযোগ করেন |
সঙ্গে সঙ্গে সংগঠনের সদস্যরা বড়বাজার থানার পুলিশের সহযোগিতায় বড়বাজারে যায় | বৃদ্ধা মহিলাকে উদ্ধার করা হয় | অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ | ঘটনায় বড়বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে |পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে | অভিযুক্ত ব্যবসায়ীকেও জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *