নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতা শহরে ফের দুর্ঘটনার কবলে বাস | বেপরোয়া গতির জেরে বুধবার সকালে সরাসরি মা উড়ালপুলের পিলারে ধাক্কা মারল বেসরকারি বাস| কেবি-২১ রুটের বাসটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে চায়না টাউনের সামনে দুর্ঘটনার কবলে পড়ে | ঘটনায় ১১ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে খবর| জানা গিয়েছে, বাসটির গতি এত দ্রুত ছিল যে নিয়ন্ত্রণ রাখতে না পেরেই পিলারে ধাক্কা মারে কেবি-২১ রুটের এই বেসরকারি বাস | পিলারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের কাচ | বাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে যাত্রীদের জুতো, রক্ত |
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটিগামী বাসটি ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে ছুটছিল | এতটাই গতি ছিল যে ব্রেক কষার পর বাসের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারেননি চালক | বাসটি সোজা গিয়ে ধাক্কা মারে উড়ালপুলের পিলারে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রগতি ময়দান থানার পুলিশকর্মীরা | বাসটিকে সরানোর ব্যবস্থা করা হয় | বাসের চালক পলাতক | তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ | এদিনের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ | জিজ্ঞাসাবাদ করা হয় বাসের চালককে | কেন তিনি দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা | কেন এত দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন চালক? অন্য কোনও বাসের সঙ্গে রেষারেষি চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে|