প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্যানেল প্রকাশের পর দীর্ঘসময় কাটলেও হয়নি নিয়োগ | নিয়োগের দাবিতে খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন ফুড ইন্সপেক্টরের পদের জন্য যোগ্য প্রার্থীরা | বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ প্রার্থী খাদ্যভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন | বিক্ষোভকারীরা জানিয়েছেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর ফুড ইন্সপেক্টর পদের জন্য ৯৫৭ জনের প্যানেল প্রকাশিত হয় | তার পর ১০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয় | এরই মধ্যে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে আদালতে যান কিছু প্রার্থী | প্রসঙ্গত, আদালত গত ৯ এপ্রিল স্যাট-এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় | বিক্ষোভকারীদের অভিযোগ, তার পরও নিয়োগপ্রক্রিয়া শেষ করতে কোনও উদ্যোগ নেয়নি রাজ্য সরকার | বিক্ষোভকারীদের দাবি, যোগ্যতার প্রমাণ দিয়েও চাকরির নিয়োগপত্র পাচ্ছেন না তাঁরা| সরকারের ইচ্ছাকৃত গড়িমসির জন্যই এই ঘটনা ঘটছে| খাদ্য দফতরের কর্তারা তৎপর হয়ে নিয়োগপত্র না দিলে বিক্ষোভ-অনশন চালিয়ে যাবেন তাঁরা |
এমনকি গত ১৩ জুলাই যোগ্য চাকরিপ্রার্থীরা খাদ্য দফতরের আধিকারিকের সঙ্গে দেখা করলে দ্রুত নিয়োগপক্রিয়া শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয় | কিন্তু তার পরও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ| এখনও ৮৫৭ জন চাকরিপ্রার্থীর কেউ নিয়োগপত্র পাননি বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা |