দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ধীরে ধীরে বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রোর সংখ্যা |১৩ আগস্ট, শুক্রবার থেকে অতিরিক্ত ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে | সোম থেকে শুক্র, কাজের দিনে এবার থেকে ২২০টির পরিবর্তে চলবে ২২৮টি ট্রেন চলবে | বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ১৩ আগস্ট থেকে ৮টি অতিরিক্ত মেট্রো চালানো হবে | আপ ও ডাউন লাইনে এবার থেকে চলবে ১১৪টি করে ট্রেন |এবার থেকে একটি মেট্রো মিস করলে নিত্যযাত্রীদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না | কারণ পাঁচ মিনিট পরই মিলবে পরের মেট্রোটি | তবে করোনা আবহে মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিতই রাখা হল | সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিন থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর চালু হবে মেট্রো পরিষেবা | আর দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টায়| তবে এখনই টোকেন পরিষেবাও চালু হচ্ছে না, অর্থাৎ কার্ড ব্যবহার করেই মেট্রোয় চড়তে হবে যাত্রীদের | করোনা আবহে বিধিনিষেধ শিথিল হতেই মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দিয়েছিল সরকার| তবে প্রথমে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রোয় যেতে পারতেন |
কিন্তু পরবর্তীকালে সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হয় | তবে আগের মতো শনিবার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১১.৩০ এবং ৩.৩০ থেকে ৭.১৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে | শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই পরিষেবা পাবেন | ভিড় এড়াতে এখনও রবিবার মেট্রো পরিষেবা চালুর পথে হাঁটছে না কর্তৃপক্ষ | তবে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে |