Breaking News

মমতার ভূয়সী প্রশংসা,এবার বিশ্ব শান্তির বৈঠকে আমন্ত্রণ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমন্ত্রণ এল রোম থেকে!

প্রসেনজিৎ ধর :- রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | বৈঠক দু দিনের, শুরু ৬ অক্টোবর | সূত্রের খবর,মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র | এই আমন্ত্রণে গর্বিত বাংলা | ইতিমধ্যেই তাঁর প্রকল্প কন্যাশ্রী বিশ্ব মঞ্চে পুরষ্কৃত হয়েছে | এবার আগামী ৬ এবং ৭ অক্টোবর ওই বৈঠকে আমন্ত্রিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আমন্ত্রণপত্রের শুরুতেই সামাজিক ক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায়ের অবদানকে সম্মান জানানো হয়েছে | এমনকী তাঁকে অভিনন্দন জানিয়েছেন রোমের কমিউনিটি অফ সান্ট’‌এগিডিও’‌র সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো | এখানেই শেষ নয় | তাঁর নানা প্রকল্পের ভূয়সী প্রশংসা করা হয়েছে | চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি লেখেন, ‘‌গত ১০ বছরে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে আপনার অবদানের জন্য ব্যক্তিগত অভিনন্দন |’ এই চিঠি পেয়ে মুখ্যমন্ত্রীও আপ্লুত | সামাজিক ন্যায়, বিশ্ব শান্তি, সৌভ্রাতৃত্ববোধ, দুঃস্থদের সাহায্য ও অসহায়দের হয়ে কাজ করে রোমের এই সংস্থাটি | এখানে আমন্ত্রণ পাওয়া রীতিমতো সম্মানের বিষয় | মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলায় তাও এলো | জানা গিয়েছে, বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে এখানে সমস্ত ধর্মগুরুদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে | এমনকী বিশ্ব শান্তির এই বিশেষ সম্মানের বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পোপ ফ্রান্সিসও | আমন্ত্রণ রয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল | মিশরের ইমাম আহমেদ আল তায়িবও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *