Breaking News

রাজ্যবাসীর জন্য সুখবর! রাজ্যে এল আরও ৭ লক্ষ ৩০ হাজার কোভিশিল্ড

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে এল আরও করোনার টিকা | বৃহস্পতিবার বিনামূল্যে আরও প্রায় ৭ লক্ষ ৩০ হাজার কোভিশিল্ডের ডোজ পাঠাল মোদি সরকার | যার ফলে রাজ্যে টিকার ঘাটতি অনেকটা মিটবে বলে মনে করা হচ্ছে | বৃহস্পতিবার দুপুর ৩.৫০ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছয় কোভিশিল্ডের ৭ লক্ষ ২৯ হাজার ৪৭০টি ডোজ | সেগুলিকে নির্দিষ্ট গাড়িতে করে স্বাস্থ্য দফতরের বাগবাজার গুদামে নিয়ে যান দফতরের আধিকারিকরা |প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে কোভিশিল্ডের যোগান কম থাকার কথা জানানো হয় |
কিছুদিন বন্ধও রাখা হয় কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার কাজ| এমনকি কোভিশিল্ড টিকাকেন্দ্রগুলিও রাজ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়| টিকার ঘাটতির জন্য বারবার কেন্দ্রকে দায়ী করেছে রাজ্য সরকার | ওদিকে সাধ্যমতো টিকা পাঠানো জারি রেখেছে মোদি সরকার | চলতি সপ্তাহেই প্রায় ৮.১৫ লক্ষ টিকা পৌঁছেছে রাজ্যে | এরপরই কার্যত তৎপর হয়ে ওঠে কেন্দ্র | রাতারাতি কোভিশিল্ড আসতে শুরু করে রাজ্যে | এরপর আবারও চালু হয় কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার কাজ| এবার আবারও রাজ্যে এসে পৌঁছাল কোভিশিল্ড ভ্যাকসিন | ইতিমধ্যেই গ্রামাঞ্চলের মানুষদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আর এবার আরও কোভিশিল্ড এসে পৌঁছানোয় এবার গ্রামীণ এলাকায় টিকাকরণের গতি বাড়বে বলেই মনে করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *