দেবরীনা মণ্ডল সাহা :- উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক বিপর্যয় | মেঘভাঙা বৃষ্টি ও ধসে প্রাণ হারিয়েছেন ৩ জন | খোঁজ মিলছে না সাতজনের | এদিন সকালে উত্তরাখণ্ডের পিথোরাগঢ় জেলার ধরচুলার জুম্মা গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে | জলের তোড়ে ভেসে যায় একাধিক বাড়ি | বিগত কয়েক দিন ধরেই একটানা বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে | তিনদিন আগেই ভারী বৃষ্টি ও ধসের জেরে বন্ধ হয়ে যায় ঋষিকেশ-দেবপ্রয়াগ, ঋষিকেশ-তেহরি ও দেহরাদুন-মুসৌরির রাস্তা | অন্যদিকে, জলের তোড়ে ভেঙে পড়ে রানি পোহরি ব্রিজও| সেই সময়ই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল, মাসের শেষ অবধিই বৃষ্টি চলবে | উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয় | এরপরই আজ সকালে খবর মেলে ধরচুলার জুম্মা গ্রামে মেঘ ভেঙে বৃষ্টি নামে| জলের তোড়ে কমপক্ষে সাতটি বাড়ি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে |
তিনজনের মৃতদেহও উদ্ধার করা হয়েছে | উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী নিজেও টুইট করে বিপর্যয়ের কথা জানান| জেলাশাসক জানিয়েছেন, ‘আমরা জরুরী ভিত্তিতে মিটিং ডেকেছি | কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায় সেটা দেখা হচ্ছে|’ হেলিকপ্টার দিয়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে | যুদ্ধকালীন তৎপরতায় এসডিআরএফ ও এনডিআরএফের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে | প্রশাসনের আশঙ্কা, যেহেতু বিপর্যস্ত গ্রাম একদম পাহাড়ের চূড়ায়, তাই বাড়তে পারে হতাহতের সংখ্যা | জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী আকাশপথে ধসস্থল পরিদর্শন করেছে | স্থানীয় পুলিশের সাহায্যে জোড়া বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার এবং ত্রাণকাজ চালাচ্ছে | এদিকে, ঘটনার পর স্থানীয় জেলাশাসকের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী | যে কোনওপ্রকার সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী |