নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- দ্বিতীয় হুগলি সেতুর ওপর মোটরসাইকেল চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত হলেন এক ব্যক্তি| জানা গেছে, ওই ব্যক্তির নাম তাপস পাল | অন্যান্য পথচারীরা উদ্ধার করে তাঁকে বসালের সেতুর ধারের রেলিংয়ে | পুলিশে খবর দিলে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে | জানা গেছে, সোমবার দুপুরে সেতুর কলকাতাগামী লেনের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে একটি মোটরসাইকেল | সেই সময় আসপাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের ওই ব্যক্তির আচরণ অস্বাভাবিক মনে হয় | বাইকের ওপরে বসেই বুকে হাত দিয়ে কাতরাতে থাকেন তিনি | অন্যান্য বাইক আরোহীরা এসে তাঁকে ধরলে শরীর ছেড়ে দেন | এর পর কোনওক্রমে তাঁকে ধরে সেতুর পাশের রেলিংয়ে বসান অন্যান্যরা | ভাল করে কথা বলতে পারছিলেন না ওই যুবক | উদ্ধারকারী বাইকআরোহীরা জানিয়েছেন, শুধু বলছিলেন বুকে ব্যথা করছে | নামও বলতে পারেননি তিনি | উদ্ধার হওয়া নথি থেকে জানা গিয়েছে যুবকের নাম তাপস পাল | তিনি হাওড়ার আন্দুলের বাসিন্দা| ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বুঝে পুলিশে খবর দেন উদ্ধারকারীরা | দ্রুত অ্যাম্বুল্যান্স নিয়ে এসে ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন তাঁরা | যুবকের ফোন থেকে খবর দেওয়া হয় পরিবারকে |