Breaking News

রাজ্যের নয়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি.পি.গোপালিকা,অবসর নিলেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মেয়াদ বৃদ্ধি ও বদলির নির্দেশ নিয়ে টানাপোড়েনের মধ্যে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়ে নিলেন সোমবার | কর্মজীবনের শেষদিনে তাঁকে নতুন পদে অভিষিক্ত করেন মুখ্যমন্ত্রী | তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হলেন | তাঁর অবসরের পর সচিব পর্যায়ে রদবদলও সেরে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় | পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী | বিদায়ী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি | নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা| এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁকে মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে | তাঁর স্বরাষ্ট্রসচিবের শূন্যপদে বসানো হয়েছে প্রাণিসম্পদ বিকাশ ও কর্মিবর্গ দফতরের সচিব বিপি গোপালিকাকে | গত কয়েকদিন ধরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি নিয়ে বিতর্ক চলছে | সোমবার তাঁর দিল্লিতে কাজে যোগ দেওয়ার কথা ছিল | কিন্তু সেখানে যাননি তিনি | এরপর সোমবার ফের আলাপনবাবুর কাছে চিঠি আসে দিল্লি থেকে | জানা যায়, তাঁকে শোকজ করা হয়েছে | বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আলাপনবাবু অবসর গ্রহণ করেছেন | তাঁকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মুখ্য পরামর্শদাতা নিয়োগ করেছে | কেন্দ্রের লাগাতার অপমানে ক্ষতবিক্ষত হয়ে রাজ্যের মুখ্যসচিব হিসেবে সোমবারই তাঁর কর্মজীবনের শেষ দিনে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন আলাপন বন্দ্যোপাধ্যায় | তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তবে আগামীকাল অর্থাৎ ১ জুন থেকেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নতুন কর্মজীবন শুরু করছেন তিনি | আগামী তিন বছর এই পদেই নিযুক্ত থাকবেন তিনি | তবে সকালে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হওয়ার দৌড়ে সেচ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ১৯৮৮ ক্যাডারের আইএএস নবীন প্রকাশ এগিয়ে থাকলেও মাত্র কয়েক মাস তাঁর কর্মজীবনের মেয়াদ থাকায় পিছিয়ে পড়েন তিনি | তাঁর জায়গায় পিছন থেকে উঠে আসেন আর এক দক্ষ আমলা তথা প্রাণিসম্পদ বিকাশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বি পি গোপালিকা | পরিবহণ সহ একাধিক দফতরের সচিবের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি বর্তমানে অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রশাসন কর্মিবর্গ দফতরের দায়িত্বও সামলাচ্ছেন | ফলে স্বরাষ্ট্র দফতরের কাজকর্ম সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল | তাছাড়া আগামী ২০২৪ সালের ৩১ মে অবসর নেবেন তিনি। ফলে অনেকটা সময় হাতে থাকছে তাঁর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *