দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর. জি. করে আন্দোলনে নেমেছেন হবু ডাক্তাররা | অধ্যক্ষের পদত্যাগ সহ নানা দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন | আর.জি.করে স্টুডেন্ট কাউন্সিল, অধ্যক্ষর পদত্যাগ সহ নানা দাবি রয়েছে তাঁদের | সেই দাবিতে অবস্থান, মিছিল সবই চলছে | কিন্তু জট কাটছে না কিছুতেই | এদিকে ইন্টার্নদের এই আন্দোলনের জেরে সবথেকে বেশি ভুগতে হচ্ছে রোগীদের|রবিবার এই সমস্যা কাটাতে চিকিৎসক সংগঠনের সঙ্গে আলাদা করে বৈঠকে বসলেন জনপ্রতিনিধিরা,ছিলেন স্বাস্থ্যভবনের তরফে পাঠানো সদস্যরাও | প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠকের পরও সমাধান সূত্র মিলল না|আন্দোলনে অনড়ই জুনিয়র ডাক্তাররা|রবিবার মোহিত মৈত্র মঞ্চে আর.জি.করের চিকিৎসক সংগঠন,আন্দোলনরত চিকিৎসক এবং জনপ্রতিনিধিরা বৈঠকে বসেন| ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন, বিধায়ক নির্মল মাজি, অতীন ঘোষ, তাপস রায়, পরেশ পাল | দেড়ঘণ্টা ধরে আলাপ-আলোচনার পরও অবশ্য কোনও সমাধান মিলল না | তারা স্পষ্ট করে দেন, কলেজের অধ্যক্ষ ইস্তফা না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবেই| বিধায়করা তাঁদের কার্যত অনুরোধ, উপরোধ করে কাজে ফেরার অনুরোধ করেন | কিন্তু তাতেও লাভ হয়নি | অধ্যক্ষ ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন হলে জানিয়েছেন তাঁরা | হাসপাতালের চিকিৎসা পরিষেবাও এবার ব্যাহত হতে শুরু করেছে | পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে |