Breaking News

শহরের একাধিক সরকারি হাসপাতালে করোনার থাবা!শহর জুড়ে সংক্রমিত শতাধিক স্বাস্থ্যকর্মী,স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনার থাবায় জর্জরিত শহর থেকে জেলার মানুষ | এর মাঝেই কলকাতার একাধিক সরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরা | কলকাতার হাসপাতালগুলিতে ক্রমেই করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে | আর এরই মাঝে জানা গিয়েছে, স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন হাজরার চিত্তরঞ্জন সেবাসদনে | ক্যালকাটা ন্যাশনাল মে়ডিক্যাল কলেজ হাসপাতালেও করোনার প্রকোপ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে | পার্কসার্কাসে অবস্থিত কলকাতা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে অধ্যক্ষ-সহ ৭০ জন করোনা আক্রান্ত বলে খবর | জানা গিয়েছে, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতালে করোনা বসিয়েছে থাবা | আক্রান্ত হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-র ১২ জন চিকিৎসক | এর ফলে চক্ষু চিকিৎসায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য কর্তাদের | অন্যদিকে এনআরএস হাসপাতালের ৭০ জন নার্স-চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আর এতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর | এর আগে আর আহমেদ ডেন্টাল কলেজে মোট করোনায় আক্রান্ত হন ২২ জন | সূত্রের খবর, আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যাপক সহ একাধিক নার্সিং স্টাফ ও স্বাস্থ্য কর্মী কোভিডে আক্রান্ত হন | এর ফলে ডেন্টাল কলেজে পরিষেবা ব্যাহত হতে পারে বলে আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ | এদিকে সোমবারই জানা গিয়েছে, নার্স-চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে নীলরতন সরকার হাসপাতালে করোনা আক্রান্ত ৭০ জন | কীভাবে বজায় থাকবে পরিষেবা | এত সংখ্যক চিকিত্সক করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের পরিষেবা চালু রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে | স্বাভাবিক নিয়মে পরিষেবা বজায় রাখতে স্বাস্থ্য ভবন থেকে পরামর্শ চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *