প্রসেনজিৎ ধর :- অভিনেতা কাঞ্চন মল্লিক ও স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য টানাপোড়েন অব্যাহত | গতবছরই কাঞ্চনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন পিঙ্কি | অভিযোগ তুলেছিলেন, সহ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন | নিম্ন আদালতে চলছে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা, এরই মাঝে স্ত্রীয়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ উত্তরপাড়ার বিধায়ক |উত্তরপাড়ার বিধায়কের দাবি, পিঙ্কি তাঁকে ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না | ছেলের সঙ্গে দেখা করা নিয়েই তাঁদের মধ্যে নতুন বিবাদ শুরু হয়েছে সম্প্রতি | আদালতের রায় অবমাননার অভিযোগ এনেছেন পিঙ্কির বিরুদ্ধে | এরপরই কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন পিঙ্কির বিরুদ্ধে |নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী, আইনজীবী কল্লোল বসুর চেম্বারে ছেলেকে আনবেন পিঙ্কি | সেখানে গিয়ে ছেলের সঙ্গে দেখা করবেন কাঞ্চন | কিন্তু আইনজীবীর চেম্বারে না গিয়ে পিঙ্কি তাঁর এক আত্মীয় তথা অভিনেত্রীর বাড়িতে ছেলেকে নিয়ে যান | সেখানে দেখা করতে রাজি হননি বিধায়ক কাঞ্চন | এরপরই হাইকোর্টে মামলা দায়ের করেন বিধায়ক-অভিনেতা | প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়েই স্বামী কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ানোর অভিযোগ আনেন স্ত্রী পিঙ্কি | স্ত্রীর অভিযোগের পাল্টা তাঁর বিরুদ্ধে মাসিক ৩.৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ তোলেন কাঞ্চনও| দু`জনের দাম্পত্য বিবাদ বাড়াবাড়ি আকার নেয় | এরপরই দু`জনে বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের করেন| আইনজীবী কল্লোল বসু জানান, আদালতের নির্দেশে যদি আমার চেম্বারে একজন বাবা তাঁর সন্তানের সাক্ষাৎ পান তার থেকে ভালো কিছু হয়না | তবে পিঙ্কি দেবীর আপত্তি নিয়ে আমি কোনও মন্তব্য করবো না |কাঞ্চন মল্লিকের আইনজীবী অর্ণব মুখোপাধ্যায় জানান, আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদ মামলার পরবর্তী শুনানি রয়েছে জুন মাসের শেষের দিকে | ওখানেই আমরা সমস্ত অগ্রগতি তুলে ধরার চেষ্টা করব |